আজকাল ওয়েবডেস্ক: সোমবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন সকালে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার জন্য আহ্বান জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানানো হয়। এরপরেই স্বাস্থ্য ভবনের সামনে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক হয়। তারপরেই ই-মেল করা হয় মুখ্যসচিবকে। সেখানে বলা হয় দুই পক্ষের ভিডিওগ্রাফার বৈঠকের ভিডিও করবেন এবং বৈঠকের শেষে রেকর্ডিং চিকিৎসকদের হাতে তুলে দিতে হবে।
নয়তো, বৈঠকের কার্যবিররণীতে সই করতে হবে দুই পক্ষকে। বিকেল ৪টে ৪৫ মিনিটে কালীঘাটে উপস্থিত থাকতে বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের। বিকেল পাঁচটা থেকে শুরু হবে বৈঠক। চিঠিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, পঞ্চম এবং এবং শেষবারের জন্য চেষ্টা করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার। জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠির জবাবে মুখ্যসচিব জবাবি ইমেল করে জানান, দুই তরফে বৈঠকের ভিডিও করা সম্ভব নয়। তবে আলোচনার শেষে কার্যবিবরণীতে সই করবেন দুই পক্ষ। এরপর চিকিৎসকদের তরফে জানানো হয়, বৈঠকের কার্যবিবররণী লিপিবদ্ধ করতে তাঁরা দু'জন 'স্টেনোগ্রাফার' নিয়ে যাবেন। উল্লেখ্য, বৈঠকে রাজি থাকলেও, লাইভ স্ট্রিমিং ইস্যুতে অনড় শুরু থেকেই ছিলেন জুনিয়র চিকিৎসকরা।
গত সপ্তাহে বৃহস্পতিবারের পর শনিবার, ৪৮ ঘণ্টার মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। নবান্নে জুনিয়র চিকিৎসকদের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার কালীঘাটে বর্ষণমুখর সন্ধেয় নিজের বাড়ির দোরগোড়ায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি। আবারও সেই লাইভ স্ট্রিমিং ইস্যুতে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিং ইস্যুতে টানা দুইদিন কাটেনি জট। সোমবার জট কাটিয়ে বৈঠক হবে কি না, তা ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।
