আজকাল ওয়েবডেস্ক: নীলরতন সরকার হাসপাতালে নির্মাণ শ্রমিকদের হাতে আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকরা। অভিযোগ উঠল এমনই। প্রসঙ্গত, এনআরএস হাসপাতালের একাংশে নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার মাঝরাতে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ে গিয়েছিলেন। অভিযোগ, তখনই নাকি কথায় কথায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা। সেই সময়ই শ্রমিকরা জুনিয়র ডাক্তারদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। রোগীর পরিবারের মধ্যেও আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তিন নির্মাণ শ্রমিককে। ধৃতদের নাম অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ ও পূর্ণেন্দু বিশ্বাস। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে।
