আজকাল ওয়েবডেস্ক: এই দাবানল ছড়িয়ে পড়ুক। আরজি কর কাণ্ডের পর এবার গান গাইলেন প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। রীতিমতো পেশাদারি গায়কের মতো তিনি গেয়েছেন, 'আর কবে আর কবে আর কবে, চোখ খুলে মন খুলে গান হবে।' 

গানের মধ্যে দিয়ে তিনি প্রশ্ন করেছেন, রঙ না বেছে দল না বেছে গান হবে বা মা বোনেরা সত্যি স্বাধীন হবে। বা বলেছেন, বিচার দাও সিবিআই। প্রসঙ্গত, এর আগে আরজি কর আবহে প্রখ্যাত শিল্পী অরিজিৎ সিং একটি গান গেয়েছেন। সেই গানের পর অরিজিতের উদ্দেশ্যে কুণাল বলেন, মুম্বাই অরিজিতের কর্মক্ষেত্র বলেই হাথরাস নিয়ে তাঁর বিবেক জাগেনি। কাজ, টাকা, ক্যারিয়ারের জন্য তিনি চুপ থেকেছেন। যা নিয়ে পাল্টা অরিজিৎ নিজের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ পোস্ট করেন 'ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি।' 

নিজের গানে কারুর নাম না করে কুণাল প্রশ্ন তুলেছেন, হিন্দিতেও কবে প্রতিবাদী গান হবে বা আয়নাখানা সামনে রেখে গান হবে? কুণাল এবং অরিজিৎ দু'জনের গানেই প্রাধান্য পেয়েছে 'আর কবে' শব্দ দুটি। যদিও অরিজিতের গানটি আগেই প্রকাশ হয়েছে। 

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে অরিজিতের আর কবে থেকেই কুণাল অনুপ্রাণিত হয়ে তাঁর গানে আর কবে শব্দ ব্যবহার করেছেন কিনা। এবিষয়ে কুণালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আর কবে শব্দ দুটির ওপর কারুর কোনও কপিরাইট নেই।'