আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর পরের দিন শহরে ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল কলকাতা মেডিক্যাল কলেজে। হেমাটোলজি বিভাগের একটি ল্যাবরেটরিতে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন যায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার পর হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়নি বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হতাহতের কোন খবর নেই এবং যে মুহূর্তে আগুন লাগে সেই সময় সেই বিভাগে কেউ উপস্থিত ছিলেন না। কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘এমসিএইচ বিল্ডিংয়ের পাঁচতলায় হেমাটোলজি বিভাগের একটি ল্যাবরেটরিতে আগুন লেগেছিল। পাশে এআরটি সেন্টার। যেহেতু এটা ওপিডি তাই কোনও রোগীকে সেখানে রাখা হয় না। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছিল। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লেগে থাকতে পারে। যদিও ঘটনাস্থলের অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট পেশের জন্য চার সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে হাসপাতালের একজন অ্যাসিস্ট্যান্ট সুপার ছাড়াও, দমকল, পিডব্লুডি এবং পুলিশের একজন প্রতিনিধি আছেন।’
