আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে আগুন আতঙ্ক কলকাতায়। বৃহস্পতিবার সকালে বিরাটি–বিবাদী বাগ রুটের একটি মিনিবাস গন্ত্যব্যের দিকে যাচ্ছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে মহাজাতি সদনের সামনে বাসটি থেকে গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে। আগুন আতঙ্ক গ্রাস করে যাত্রীদের মধ্যে। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যান। ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশকর্মীরা।
জানা গেছে, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক অনুমান মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তারপরই ধোঁয়া বেরতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাসের যাত্রীরা সুরক্ষিত বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়।
জানা গেছে, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক অনুমান মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তারপরই ধোঁয়া বেরতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাসের যাত্রীরা সুরক্ষিত বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়।
