আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাংলায় চালু হতেই গর্জে উঠেছিলেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। নাম বাদ যাবে? এই আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে। ‘কাজের’ চাপে আত্মঘাতী হয়েছেন একাধিক বিএলও। এই পরিস্থিতিতে দিল্লি সফরে যাওয়ার কথা মমতা ব্যানার্জির।
বুধবারই মমতার দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার মারা যাওয়ায় দিল্লি সফর বুধবার স্থগিত করে দিয়েছেন মমতা।
এই পরিস্থিতিতে তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে একথা জানিয়েছে কমিশন। সোমবারই মমতা দিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি–সহ কয়েক জন সাংসদ। এছাড়া, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েক জন সদস্যও তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন।
প্রসঙ্গত, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সর্বভারতীয় স্তরে প্রতিবাদ জানাতে বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। দুপুরে হুগলির সিঙ্গুরে জনসভা করেছেন তিনি। তার পরেই দিল্লির উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সকালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। সেই ঘটনায় শোকপ্রকাশ করেন মমতা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন। তার পরেই নবান্ন থেকে তাঁর দিল্লিযাত্রা স্থগিত করার কথা জানানো হয়। কারণ হিসাবে পরে আনন্দপুরের অগ্নিকাণ্ডের কথাও জানান মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের সভা থেকে মমতা জানান, দু’এক দিনের মধ্যেই তিনি দিল্লি যাবেন। এর পর বিকেলে কমিশন তাঁর দলকে সময় দিল।
কমিশন সূত্রে খবর, তৃণমূলের মোট ১৫ জনের প্রতিনিধিদলকে নির্বাচন সদনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কমিশনের কর্তাদের সঙ্গে এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা। তৃণমূল সূত্রে খবর, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েক জন সদস্যও তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন।
এটা ঘটনা, গত ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল তা নিয়ে প্রথম থেকেই সরব ছিল। অভিযোগ ছিল, পরিকল্পনা ছাড়াই ভোটের মুখে তড়িঘড়ি রাজ্যে এসআইআর শুরু করে দেওয়া হয়েছে। কলকাতার রাজপথে এসআইআরের বিরোধিতায় একসঙ্গে মিছিলেও হেঁটেছেন মমতা–অভিষেক। এই পরিস্থিতিতে কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মমতা। অবশেষে সেই সময় দিল কমিশন।
