আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। সেখান থেকে সোজা নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। মঙ্গলবার সকাল থেকেই ইডি জেরা শুরু করল রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। ১০ দিন তিনি ইডি দপ্তরেই থাকবেন। তাঁর জন্য ইডি দপ্তরে আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, ধৃত বাকিবুর রহমানের মুখোমুখি বসিয়ে জ্যোতিপ্রিয়কে এদিন জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে সিজিও কমপ্লেক্সে মন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কনস্টেবল। সোমবার রাতে তিনি বাড়ির খাবারই খান। মন্ত্রীর খাবার আগে তা পরীক্ষা করে দেখেন মেয়ে প্রিয়দর্শিনী। প্রসঙ্গত, রেশন বণ্টনে অব্যবস্থা নিয়ে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। তাঁর দুই আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও অমিত দে–কে টানা জেরায় যেসব তথ্য পেয়েছেন আধিকারিকরা, তার ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হতে পারে। তাঁদের বয়ানের সঙ্গে মন্ত্রীর বয়ান মিলিয়ে দেখা হবে।
