আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণিঝড় 'ডানা'। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে তছনছের আশঙ্কা রয়েছে বাংলা ও ওড়িশায়। আগামিকাল, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে 'ডানা'। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুই রাজ্যেই শতাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হল। আগামিকাল, বৃহস্পতিবার সন্ধে থেকে শিয়ালদহ স্টেশনেও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে শিয়ালদহ স্টেশনের কোনও শাখা থেকে কোনও লোকাল ট্রেন ছাড়া হবে না। পাশাপাশি হাসনাবাদ এবং নামখানা থেকে বৃহস্পতিবার রাত ৭ টার পর থেকে আর কোনও ট্রেন ছাড়া হবে না। আগামিকাল শিয়ালদহ স্টেশনে শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৮টায়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত জানানো হলো পূর্ব রেলের তরফ থেকে।
রেলের তরফে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শিয়ালদা ডিভিশনের (মূলত সাউথ ডিভিশন) প্রায় ১৬০টি ট্রেন বাতিল করা হচ্ছে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার একাধিক ট্রেন আজ থেকে বাতিল করা হয়েছে।
রেলের তরফে ঘোষণা করা হয়েছে, বুধবার শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
