আজকাল ওয়েবডেস্ক: পূর্ণিমার ভরা কোটাল থেকে রক্ষা পেল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িও। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা যখন বন্যায় ভাসছে সেই পরিস্থিতিতে ভরা কোটালের ফলে জল ঢুকে গেল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। উল্লেখ্য, রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার সকালে কলকাতায় ছিলেন না মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের মাঝেই তিনি জানতে পারেন তাঁর বাড়িতে জল ঢুকে গিয়েছে। ভরা কোটালের কারণে উচে পড়েছে গঙ্গা। সে কারণেই কার্যত ভাসছে নদী সংলগ্ন এলাকা কালীঘাট।

 

 

সেই জল ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে। বাড়ির গেট থেকে দরজা পর্যন্ত উঠোন, বাগান জল থইথই। এদিন বন্য়া পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী পাশকুঁড়া এবং উদয়নারায়ণপুর গিয়েছিলেন। তারই মাঝে এই খবর আসায় তিনি বাড়ির সদস্যদের সাবধান করে দেন। জানান, এই জল নামতে সময় লাগবে, সাবধানে থাকতে। এর আগেও বেশ কয়েকবার জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। তবে জানা গিয়েছে, এবারে জল ঢোকার পরিমাণটা বেশি। উল্লেখ্য, ডিভিসির জল ছাড়ার কারণে রাজ্যের বেশ কিছু এলাকা বর্তমানে প্লাবিত।

 

 

এদিন সেই এলাকা খতিয়ে দেখতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন ত্রাণে যেন কোনোরকম খামতি না থাকে। বলেন, কেন্দ্র আবাস যোজনার টাকা আটকে রেখেছ। তবে তিনি কেন্দ্রের টাকার ভরসায় থাকবেন না। যাদের বাড়িঘরের যা ক্ষতি হয়েছে তা তিনি রাজ্যের তহবিল থেকেই বানিয়ে দেবেন। তবে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দায়ী করেছেন ডিভিসিকেই। এটিকে ম্যান মেড বন্য়া বলে উল্লেখ করেছেন।