আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম নেতা ও প্রাক্তন পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল ৮.২০ নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দলীয় সূত্রে জানা গেছে এখন তাঁর মরদেহ পাম অ্যাভিনিউয়েত বাড়িতেই শায়িত থাকবে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। দুপুর ১২.৩০ নাগাদ পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। শুক্রবার সকালে সেখান থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তর মুজফফর আহমদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। এরপর সেখান থেকেই বিকেল ৪টে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শেষ যাত্রা হবে। তারপর নীলরতন সরকার মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে এখন তাঁর মরদেহ পাম অ্যাভিনিউয়েত বাড়িতেই শায়িত থাকবে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। দুপুর ১২.৩০ নাগাদ পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। শুক্রবার সকালে সেখান থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তর মুজফফর আহমদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। এরপর সেখান থেকেই বিকেল ৪টে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শেষ যাত্রা হবে। তারপর নীলরতন সরকার মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করা হবে।
