আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে একাধিকবার যৌন শোষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার আনন্দপুর থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত যুবকের নাম তাসলিম (২২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানা মামলা নং ০১/২০২৬ (তারিখ: ০১ জানুয়ারি ২০২৬) অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারিণীকে গোপনীয়তার স্বার্থে ‘X’ নামে চিহ্নিত করা হয়েছে। তাঁর বয়স ২০ বছর। তিনি ‘Y’ নামে চিহ্নিত ব্যক্তির কন্যা এবং তাঁর দক্ষিণ কলকাতা আনন্দপুর থানা এলাকার বাসিন্দা।
এফআইআর অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিট থেকে ৩০ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে অভিযুক্ত মোঃ তাসলিম অভিযোগকারিণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। প্রথমে সমাজ মাধ্যমে আলাপ এবং তারপর তাদের দেখা। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ। তরুণীর অভিযোগ, এই সম্পর্কের মাধ্যমে তাঁকে ধারাবাহিকভাবে যৌন শোষণ করা হয়েছে।
https://www.youtube.com/shorts/6RNBppO4hz4
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকার অন্তর্গত ‘হলিডে হোটেল’-এ। হোটেলটির ঠিকানা ৩৩৪, উত্তর পাঁচান্ন গ্রাম, কলকাতা।
অভিযুক্ত মোঃ তাসলিমের বয়স আনুমানিক ২২ বছর। তাঁর পিতার নাম আব্দুল রহিম। বাড়ি তিলজলা শিবতলা লেনের ১১সি নম্বরে, কারায়া থানার অন্তর্গত এলাকা, কলকাতা–৭০০০৩৯।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে অভিযুক্ত তসলিমকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গা ঢাকা দিয়েছিল বেশ কিছুদিন অভিযুক্ত তাসলিম, বলেই জানিয়েছে পুলিশ। পরবর্তীতে আজ আনন্দপুর থানার পুলিশ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক রাত ২টা ০৫ মিনিটে অভিযুক্তকে তাঁর বাড়ির সামনেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগকারিণীর বয়ান ও প্রাসঙ্গিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজও চলছে।
