আজকাল ওয়েবডেস্ক: ৯ বছর পর ধর্মতলায় বিজেপির সভায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুর ২টোর আগেই ধর্মতলায় প্রতিবাদ সভায় উপস্থিত হন তিনি। মঞ্চে তাঁর একপাশে সুকান্ত মজুমদার, অন্যপাশে রয়েছেন শুভেন্দু অধিকারী।
বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, "২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার হবে। ২৪-এ মোদিকে ফের জেতান। ভারতকে দিশা দেখিয়েছে বাংলা। বাংলার মাটিকে প্রণাম জানাই। ধর্মতলার সভাস্থল ঐতিহাসিক জায়গা।"
গতকাল বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, "বিধানসভা থেকে শুভেন্দুকে সাসপেন্ড করেছেন দিদি। কিন্তু বাংলার মানুষের মুখ আর বন্ধ করা যাবে না। ক্ষমতা থাকলে অনুব্রত, জ্যোতিপ্রিয়কে সাসপেন্ড করুন।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক সংঘর্ষ এখনও বন্ধ হয়নি। মোদি কোটি কোটি টাকা বাংলায় পাঠান। কিন্তু তৃণমূলের সিন্ডিকেট তা লুঠ করে। দিদির শাসনে দুর্নীতি থামেনি্। গুজরাটের কোনও নেতার বাড়িতে এত নোট দেখা যায়নি। দিদির শাসনে বরবাদ বাংলা। দেশে ভোট হিংসা সবচেয়ে বেশি বাংলায়। মোদির শাসনে এগোচ্ছে দেশ, দিদির শাসনে পিছিয়ে যাচ্ছে বাংলা।"
বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, "২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার হবে। ২৪-এ মোদিকে ফের জেতান। ভারতকে দিশা দেখিয়েছে বাংলা। বাংলার মাটিকে প্রণাম জানাই। ধর্মতলার সভাস্থল ঐতিহাসিক জায়গা।"
গতকাল বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, "বিধানসভা থেকে শুভেন্দুকে সাসপেন্ড করেছেন দিদি। কিন্তু বাংলার মানুষের মুখ আর বন্ধ করা যাবে না। ক্ষমতা থাকলে অনুব্রত, জ্যোতিপ্রিয়কে সাসপেন্ড করুন।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক সংঘর্ষ এখনও বন্ধ হয়নি। মোদি কোটি কোটি টাকা বাংলায় পাঠান। কিন্তু তৃণমূলের সিন্ডিকেট তা লুঠ করে। দিদির শাসনে দুর্নীতি থামেনি্। গুজরাটের কোনও নেতার বাড়িতে এত নোট দেখা যায়নি। দিদির শাসনে বরবাদ বাংলা। দেশে ভোট হিংসা সবচেয়ে বেশি বাংলায়। মোদির শাসনে এগোচ্ছে দেশ, দিদির শাসনে পিছিয়ে যাচ্ছে বাংলা।"
