আজকাল ওয়েবডেস্ক: সিজিও কমপ্লেক্স থেকে একঘন্টার মাথায় বেরোলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বেরিয়ে বললেন ‘তদন্তে সহযোগিতা করেছি।‘ সঙ্গেই বলেন, আগেও এসেছি, পরে ডাকলে আবার আসব। ‘ সঙ্গেই বলেন, আগেও এসেছি, পরে ডাকলে আবার আসব। ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তিনি সাফ জানান, তাঁর লুকনোর কিছু নেই। অভিষেক বলেন, ‘আমাকে শেষ যে তলব করা হয়েছিল, দু’ দিন আগে, অত্যন্ত কম সময় ছিল। তারমধ্যেই কিছু নথি আমার থেকে চাওয়া হয়েছিল।‘ এর আগেই আদালতের নির্দেশ অনুযায়ী বেশকিছু নথি জমা দিয়েছিলেন অভিষেক। আজ ইডির দপ্তর থেকে বেরিয়ে সেকথাও জানান তিনি। সঙ্গেই বলেন, পূর্ববর্তী নথি দেখার পর আরও বেশকিছু নথি চেয়ে তাঁকে তলব করা হয়েছিল এবং সশরীরে হাজিরার কথা বলা হয়েছিল। সেই তলব মেনেই তিনি হাজিরা দিয়েছেন বলে জানান। লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানান, ‘আমাকে যখন যেখানে ডেকেছে আমি গিয়েছি। দিল্লিতেও গিয়েছি। আগামী দিলে ডাকলেও যাব।‘ যে যে নথি চাওয়া হয়েছিল, তিনি তা আজ ইডির দপ্তরে জমা দিয়েছেন বলে জানান। অভিষেক বলেন, ‘প্রায় ৬ হজার পাতার উত্তর দিয়েছি। সেগুলি দেখে যদি মনে করে ডাকবে। আমি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেছি। আগামী দিনেও করব।‘ নবজোয়ার কর্মসূচির মাঝে এবং বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠক ছেড়েও তিনি যে তলবে হাজিরা দিয়েছেন আগেও সেকথাও আজ মনে করিয়ে দেন অভিষেক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে তলব করেছিল ইডি। বৃহস্পতিবার সকাল ১১টার কিছুক্ষণ পরেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। নথি জমা দিয়ে এক ঘন্টার মধ্যেই ইডি দপ্তর থেকে বেরোন অভিষেক। উল্লেখ্য, এই মামলার তদন্তে গত ৬ মাসে অভিষেককে ৬ বার তলব করেছে ইডি।
