আজকাল ওয়েবডেস্ক: প্রথম চাকরির প্রথম বেতন পেয়ে নিজের জন্য বাবা-মার জন্য একটা সোনার গয়না কেনার স্বাদ অনেক তরুণ-তরুণীরই থাকে। অথবা কোনও বিশেষদিনে প্রিয়জনকে সোনার গয়না দিতে মন চাইছে। কিন্তু বাদ সাধছে সোনার আকাশছোঁয়া দাম। সোনার দাম কমার অপেক্ষায় থেকেও লাভ কিছু হচ্ছে না। কারণ ২২ ক্যারেট সোনার দামও যে ৬৭ হাজারের ঘরেই বন্দি। তবে এখন সস্তায় সোনা কিনতেই পারেন আপনি। ১ বা ২ শতাংশ নয়, কমবেশি ৩৬ শতাংশ কম দামে কিনে নিন সোনার গয়না।
এই সুবর্ণ সুযোগ পাবেন শহরের নামিদামি অনেক জুয়েলারির দোকানগুলিতে। সম্প্রতী সোনার দাম অত্যাধিক বেশি হওয়ায় বাজারে বেড়েছে ১৪ ক্যারাটের সোনার গয়নার চাহিদা। অনেক ক্রেতাই এখন ১৪ ক্যারাটের সোনার গয়না কিনছেন। ট্রেন্ড বুঝে সোনা বিক্রেতারাও ১৪ ক্যারেটের সোনায় বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো ডিজাইনের গয়না প্রস্তুত করছেন।
১৪ ক্যারেট সোনার দাম ২২ ক্যারেট সোনার থেকে ৩৬ শতাংশ কম। এবং ১৮ ক্যারেট সোনার চেয়ে ২২ শতাংশ সস্তা। স্বাভাবিকভাবেই ১৪ ক্যারাটের ১০ গ্রাম সোনা আপনি কিনতে পারেন কমপক্ষে ৪২ হাজারেরই।
২২ ক্যারেটে সোনার গয়না তো তৈরি হয়ই। পাশাপাশি হিরে বা দামি পাথর বসানো গয়না তৈরিতেও ১৮ ক্যারাটের সোনা প্রয়োজন হয়, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে দাম অনেকটাই সাধ্যের মধ্যে হওয়ায় ১৪ ক্যারেট সোনার গয়নার দিকে ঝুঁকছেন ক্রেতারা।
১৪ ক্যারাটে অন্যান্য ধাতুর সঙ্গে মিশ্রিত খাঁটি সোনার পরিমাণ থাকে ৫৮.৩ শতাংশ। একইসঙ্গে ১৪ ক্যারাটের গয়না বিক্রি করতে চাইলেও লাভবানই হবেন আপনি। চাহিদা বুঝে ১৮ থেকে ৪০ বছর, সব বয়সী ক্রেতাদের কথা ভেবেই তৈরি হচ্ছে ১৪ ক্যারাট সোনার গয়নার ডিজাইন।
এই গয়না উপহার দেওয়ার ক্ষেত্রেও যথোপযুক্ত। ১৪ ক্যারাটের গয়না যেকোনও অনুষ্ঠানে পরার জন্যও উপযুক্ত। অনলাইনেও ১৪ ক্যারাট সোনার গয়না কেনার সুবিধা পাওয়া যাচ্ছে। তবে আর দেরি কেন, এবার কিনেই ফেলুন ১৪ ক্যারাটের সোনার গয়না। আর দুর্গাপুজোয় নিজেকে সোনায় সাজিয়ে হয়ে উঠুন অপরূপা।
