আজকাল ওয়েবডেস্ক: বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এই অপমানেই আত্মঘাতী হল ১২ বছরের এক বালিকা। জানা গেছে, বালিকার বাবার বিরুদ্ধে পাশের বাড়ির এক যুবতী শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল। এই অভিযোগের ভিত্তিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল ১২ বছরের বালিকা৷
ঘটনাটি ঘটেছে দক্ষিন দাড়ি ২৭ নম্বর রেলগেট এলাকায়। ঘটনার সূত্রপাত কালীপুজোর রাতে। সেদিন পাশের বাড়ির এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বালিকার বাবার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেদিন রাতে বাজি ফাটানোর প্রতিবাদ করায় বিজু সাউয়ের সঙ্গে বচসা বাধে যুবতীর। এরপরই বিজুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী ও তাঁর মেয়ে। প্রতিবেশীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি।
গুরুতর অভিযোগের ভিত্তিতে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বাবার গ্রেপ্তারির পর মানসিক অবসাদে ভুগতে শুরু করে বালিকা। অভিযোগ, স্কুলেও তাকে শুনতে হয়েছিল নানা কু-মন্তব্য। মঙ্গলবার সকালে এই অবসাদেই ওই বালিকা আত্মহত্যা করে বলে অভিযোগ মায়ের। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাউন্সিলর থেকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
