আজকাল ওয়েবডেস্ক: আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন সূর্যকুমার যাদব। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ তে ৮০০০ রান পেরিয়ে গেলেন। কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এই নজির গড়েন মিস্টার ৩৬০ ডিগ্রি। ৯ বলে অপরাজিত ২৭ রান করে এই রেকর্ড করেন সূর্য। তাঁর ক্যামিওতে তিনটে চার, দুটো ছয় ছিল। স্ট্রাইক রেট ৩০০। ওয়াংখেড়েতে ছক্কা হাঁকিয়ে চলতি মরশুমে মুম্বইকে প্রথম জয় এনে দেন সূর্য। এলিট তালিকার সবার প্রথমে আছেন বিরাট কোহলি। তাঁর রান ১২৯৭৬। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। ১১৮৫১ রান ভারত অধিনায়কের। ৯৭৯৭ রান করে তিন নম্বরে শিখর ধাওয়ান। চতুর্থ স্থানে সুরেশ রায়না। তাঁর রান ৮৬৫৪। 

সোমবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ২৪তম জয় তুলে নেয় মুম্বই। আইপিএলের ইতিহাসে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার জেতার নজির গড়ল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ওয়াংখেড়েতে নাইটদের বিরুদ্ধে দশম জয়। একটি নির্দিষ্ট ভেন্যুতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও দখল করে নিল মুম্বই। ব্যাটিং সহায়ক উইকেটে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা থাকলেও মাত্র ১১৬ রানে অল আউট হয়ে যায় কেকেআর। অশ্বিনী কুমারের চার উইকেট নাইটদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয়। মাত্র ২৪ রানে ৪ উইকেটে স্বপ্নের অভিষেক হয় পাঞ্জাবের তরুণের। তাঁর পারফরম্যান্স জয়ের ভীত গড়ে দেয়। বাকি কাজটা সারেন রিয়ান রিকেলটন। জোড়া হারের পর জয়ে ফেরে মুম্বই।