আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে রান, উইকেটের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে জরিমানার মুখে পড়া ক্রিকেটারের তালিকা। তবে আইপিএলের চলতি মরশুমে প্রথমবারের মতো কোনও দলের সাপোর্ট স্টাফকে আইপিএল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের জন্য শাস্তি দিল বিসিসিআই। দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেলকে ২৫ শতাংশ ম্যাচ ফি এবং একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া হয়েছে বলে খবর বোর্ড সূত্রে। 

 

জানা গিয়েছে, বুধবার দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের পর এই ঘটনাটি ঘটে। আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মুনাফ প্যাটেল লেভেল ১-এর অধীন থাকা ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন’। তবে ঠিক কী ঘটেছিল তা আইপিএলের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন মুনাফ প্যাটেল এবং চতুর্থ আম্পায়ারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 

 

প্রাথমিক অনুমান. ম্যাচ চলাকালীন কোনও পরিকল্পনামূলক বার্তা মাঠে পাঠানো নিয়ে এই বিতর্ক সৃষ্টি হয়। যা সাবস্টিটিউট ফিল্ডারের মাধ্যমে খেলোয়াড়দের জানানো হচ্ছিল। তবে চলতি মরশুমে জরিমানার ঘটনা দিল্লি ক্যাপিটালসের জন্য এটাই প্রথমবার নয়। এর আগেও দলের অধিনায়ক অক্ষর প্যাটেলকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। ওই ম্যাচটিই ছিল দিল্লির এখনও পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র হার। প্রসঙ্গত, বুধবারের ম্যাচ ছিল নাটকীয় এবং রোমাঞ্চকর। 

 

দুই দলই নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান করে, ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে দিল্লির হয়ে দুর্দান্ত বল করেন মিচেল স্টার্ক, যিনি রাজস্থানকে মাত্র ১১ রানে আটকে দেন। এরপর কেএল রাহুল ও ট্রিস্টান স্টাবস মাত্র চার বলেই দিল্লিকে জয় এনে দেন। এই জয়ের পরও দিল্লির ডাগআউটে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনার জন্য সমালোচনার মুখে পড়তে হল দলকে।