আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মাঝে আর মাত্র একটি দিন। তারপরই গ্র্যান্ড উদ্বোধন। বলিউডের তারকারা ইডেন মাতাবেন। শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি এবং করণ আউজলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও একাধিক নাম শোনা যাচ্ছে। এই তালিকার রয়েছেন অরিজিৎ সিং, বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর। নাচ, লাইভ মিউজিকের পাশাপাশি চলবে নানান অনুষ্ঠান। আধঘণ্টার অনুষ্ঠানকে আরও জমকালো করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে বলিউডের তারকাদের নাচ-গানের পাশাপাশি থাকছে একাধিক পরিকল্পনা। 

সিএবির কাছে অনুষ্ঠানের প্রাথমিক নির্ঘণ্ট পাঠানো হয়েছে। সেখানে বিশেষ ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনীর উল্লেখ করা আছে। শনিবার সন্ধে ছটা থেকে শুরু হবে অনুষ্ঠান। যাতে গ্যালারির প্রত্যেক দর্শক ভালভাবে অনুষ্ঠান দেখতে পায়, বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। ওপেন স্টেজ থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ইডেনে থাকছে বিশেষ ড্রোন শো এবং লেজার শো। এই দুটো শোয়ের ক্ষেত্রেই ফ্লাডলাইট বন্ধ রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পুলিশের বিশেষ অনুমতি নেওয়া হচ্ছে। কারণ বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সময় ফ্লাডলাইট বন্ধ রাখতে হবে। যেমন লেজার শোয়ের সময় হয়। দর্শকদের জন্য বিশেষ চশমা এবং রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেটা তাঁদের পড়তে হবে। শোনা যাচ্ছে এগুলো বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি ইডেন। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির দাবি, আইপিএলের ইতিহাসে সেরা উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে।