আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুতেই ইডেনে পিচ নিয়ে বিতর্ক। অভিযোগ, কলকাতা নাইট রাইডার্স ইডেনে স্পিন সহায়ক পিচ চায় যাতে করে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো বোলাররা সুবিধা পান। কিন্তু তাদের সেই পিচ দেওয়া হচ্ছে না। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি স্পোর্টিং উইকেট দিতে বেশি আগ্রহী। এবার আরও বড় বিতর্ক তুলে দিলেন তিনি। তাঁর মতে, পিচের চেয়ে বেশি খেলোয়াড়দের উচিত কন্ডিশন অনুযায়ী নিজেদের পারফরম্যান্স উন্নত করা।
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে যখন ইডেনের কিউরেটরের কাছ থেকে স্পিন-সহায়ক পিচ তৈরির জন্য অনুরোধ করেছিলেন। তখন থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এক অনুষ্ঠানে ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এবং সাইমন ডুলও এই ঘটনায় মুখ খোলেন। তাঁরা জানান, কেকেআর যদি ঘরের মাঠে সুবিধা না পায়, তবে অন্য কোনও ভেন্যুতে নিজেদের ম্যাচ আয়োজন করতে পারে। তবে এই ঘটনায় নিজের মতামত সাফ জানিয়ে দিয়েছেন সুজন। তিনি জানিয়েছেন, হর্ষ ভোগলে ও সাইমন ডুলের মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না তিনি।
বিসিসিআইয়েক নির্দেশিকা মেনেই ইডেনের পিচ তৈরি হবে। তাঁর কথায়, ‘বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি আইপিএল ম্যাচের পিচ এবং মাঠ প্রস্তুতির দায়িত্ব সেখানকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং কিউরেটরের। ফ্র্যাঞ্চাইজি বা খেলোয়াড়দের এ বিষয়ে কোনো মতামতের অধিকার নেই। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে পিচে টার্ন ছিল। কেকেআরে গতবারের মতো এবারও ভাল মানের পেসার রয়েছে। প্রথম ম্যাচ দেখলে বোঝা যাবে যে পিচে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে। বিশেষ করে যেভাবে আন্দ্রে রাসেল আউট হয়েছে। কন্ডিশন কাজে লাগানো খেলোয়াড়দের দায়িত্ব’।
