আজকাল ওয়েবডেস্ক: এত ছোট পার্কও হতে পারে! শোনা মাত্রই যে কেউ চমকে উঠছেন। পথের ধারে এক চিলতে জায়গায় বানিয়ে ফেলা হল আস্ত একটি পার্ক। এই পার্কটি আবার গিনেস বুকে নামও তুলে ফেলেছে। বিশ্বের ‘ক্ষুদ্রতম পার্কের’ তকমা পেয়েছে এই পার্কটি। পার্কটির সম্পর্কে বিস্তারিত জেনে নিন...


পার্কটির দৈর্ঘ্য মাত্র ২.৬ স্কোয়ার ফুট। তাতেই নাকি তৈরি হয়ে গেল পার্ক। জাপানের নাগাইজুমির এই পার্কটি ‘ক্ষুদ্রতম পার্ক’ হিসাবে রেকর্ড গড়েছে গিনেস বুকে। তা ঘোষণা করে পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পেজ। এরপরেই পার্কের ভিডিওটি নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পথের ধারে সামান্য জায়গা নিয়ে তৈরি এই পার্কটি। এক ব্যক্তি তা আবার ফিতে দিয়ে মেপেও দেখাচ্ছে। ভিডিওতে পার্ক বলতে আসলে বোঝানো হচ্ছে, সবুজ ঘাস দিয়ে ঘেরা একটি টুল মাত্র। তাতে যে কেউ অনায়াসে বসতে পারবে। 

জানা গিয়েছে, ওই অঞ্চলের পথনির্মাণ বিভাগের প্রধান আধিকারিক একবার আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে তিনি খবর পান, সবচেয়ে ছোট পার্কের তকমা পেয়েছে পোর্টল্যান্ডের একটি পার্ক। তারপরেই তিনি ঠিক করেন, দেশে ফিরে তিনি এর থেকেও ছোট পার্ক তৈরি করবেন। সেই মতোই জাপানের মাটিতে পা রাখতেই তিনি নিজের উদ্যোগে বানিয়ে ফেললেন বিশ্বের সবচেয়ে ছোট পার্ক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিজের শহরকে সকলের নজরে আনতেই এই কাণ্ড করেছেন। তিনি আরও জানিয়েছেন, ১৯৮৮ সালে পার্কটি তৈরি করা হয়েছিল।