আজকাল ওয়েবডেস্ক: জীবনে একবার মাত্র জল দিয়ে স্নান করতে পারবেন মহিলারা। জল ছোঁয়াতেও রয়েছে তাঁদের নিষেধাজ্ঞা। তবুও চকচকে ত্বক। গায়েও নেই কোনও দুর্গন্ধ। গোটা জীবনে একবার স্নান করেও চোখ ধাঁধানো সৌন্দর্য তাঁদের। এই উপজাতির মহিলাদের সৌন্দর্যের রহস্য জানলে চমকে উঠবেন। কোথায় থাকেন তাঁরা?
এই মহিলারা হলেন হিম্বা উপজাতির। আফ্রিকার উত্তর নামিবিয়ার কুনেন অঞ্চল, যার আগে নাম ছিল কাওকোল্যান্ড, সেখানে প্রায় ৫০ হাজার হিম্বা উপজাতির বসবাস। এই উপজাতির মহিলারাই জীবনে একবার স্নান করেন। শুধুমাত্র বিয়ের দিন জল দিয়ে স্নান করার অধিকার রয়েছে তাঁদের। তবুও ঈর্ষণীয় সৌন্দর্য তাঁদের।
জানা গেছে, জল না ছুঁয়েও স্মোক বাথ নেওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই হিম্বা উপজাতির মহিলাদের। অর্থাৎ ধোঁয়ায় স্নান করে জীবাণু, ব্যাকটেরিয়া মুক্ত হন তাঁরা। এই স্নানের পর আয়ুর্বেদিক বডি লোশন ব্যবহার করেন। এছাড়াও সেদ্ধ পাতা দিয়েও নিজেদের পরিচ্ছন্ন রাখেন হিম্বা উপজাতির মহিলারা। এর ফলে তাঁদের গায়ে দুর্গন্ধ হয় না। এমনকী সমস্ত ব্যাকটেরিয়াও মরে যায়।
হিম্বা উপজাতির মহিলাদের আরও একাধিক নিয়ম মানতে হয়। এঁরা একের অধিক বিয়ে করতে পারেন। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তাঁদের।
