আজকাল ওয়েবডেস্ক: কপালে ছোট্ট একটি ব্রণ নজরে পড়েছিল তরুণীর। ভেবেছিলেন, দিন কয়েকের মধ্যেই তা মিলিয়ে যাবে। কিন্তু একবছর পরেও ব্রণটি মেলায়নি। লাল রঙের ব্রণর সাইজের কোনও পরিবর্তন হয়নি। চিকিৎসকের শরণাপন্ন হতেই মাথায় হাত তরুণীর। জানতে পারলেন, তাঁর জীবন এখন বিপন্ন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অলিভিয়া নামের তরুণী অস্ট্রেলিয়ার বাসিন্দা। একবছর আগে তাঁর কপালে একটি ব্রণ হয়েছিল। তরুণী জানিয়েছেন, তাঁর ত্বকের সমস্যা কোনও দিন ছিল না। ব্রণটি দেখে বিশেষ গুরুত্ব পর্যন্ত দেননি। একবছরেও সেটি না সারায় চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা করে দেখা যায় তরুণী স্কিন ক্যানসারে আক্রান্ত। 

পরীক্ষায় ধরা পড়ে অলিভিয়া বেসাল সেল কার্সিনোমায় আক্রান্ত। এই ধরনের ত্বকের ক্যানসারে জীবন বিপন্ন হতে পারে। ইতিমধ্যেই চিকিৎসা শুরু করেছেন তিনি। অলিভিয়া জানিয়েছেন, 'রোদে পুড়লেও ট্যানিংয়ের সমস্যায় কখনও ভুগিনি। কয়েকবার সানবার্ন হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যায়। মেলানিন অধিক মাত্রায় রয়েছে আমার। সান-স্মার্ট বলেই বন্ধুরা ডাকেন। ত্বকের ক্যানসারে কখনও আক্রান্ত হবেন, তা কল্পনাতীত।' তরুণী এও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাসিন্দাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন।