আজকাল ওয়েবেডেস্ক: টাইম ট্র্যাভেলারের গল্প তো সকলেই পড়েছেন। গল্পের যে কোনও একটি চরিত্র একটি বিশেষ যানে চেপে বর্তমান সময়ের অনেকটা পিছনে চলে যায়। কোনও অজ্ঞাত কারণে তাঁর মনে থাকে না কিছুই। অনেকটা সেরকমই ঘটেছে ৩৪ বছর বয়সি মহিলা ন্যাশ পাইলের সঙ্গে।
ঘুম থেকে উঠেই ন্যাশের জীবন ১৭ বছর পিছিয়ে গিয়েছে। নিজের স্বামী এবং কন্যাকে চিনতে পারছেন না তিনি। একদিন আচমকা ঘুম থেকে উঠে ন্যাশ দেখতে পান তাঁর বিছানায় এক অচেনা ব্যক্তি শুয়ে রয়েছেন। সঙ্গে একটি মেয়েও রয়েছে। কিন্তু সে কাউকেই চিনতে পারছেন না। নিজেকে ১৭ বছর বয়সি অবিবাহিত মেয়ে হিসেবে ভাবতে শুরু করেন। তাঁর ৩২ বছর বয়সি স্বামীকে ট্যাক্সিচালক ভাবতে শুরু করেছেন। যদিও তাঁর স্বামী বার বার নিজের পরিচয় দিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
নানা পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন ন্যাশ। যার ফলে তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছ বা শর্ট টাইম মেমরি লস হয়েছে। এই কঠিন সময়ে তাঁর স্বামী নতুন করে ন্যাশের সঙ্গে প্রেম করতে শুরু করেন। ন্যাশ স্বীকার করেছেন, নিজের মেয়েকে ভুলে যাওয়া তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তান হয়েছে। দিন দিন স্মৃতিশক্তি আরও লোপ পাচ্ছে ন্যাশের। দু'দিন আগের কথাও মনে থাকছে না তাঁর।
