আজকাল ওয়েবডেস্ক: নদীতে নেমেছিলেন পা ধুতে। জানতেন না, জলে কিছু দূরেই অপেক্ষা করছে সে। কিছু বোঝার আগেই টেনে নিয়ে গেল। ঘটনায় হতবাক স্থানীয়রা। বলছেন, এ যেন এক ‘নারকীয়’ ঘটনা।
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৪৬ বছরের এক মহিলা জলে নেমেছিলেন পা ধোয়ার জন্য। জানতেন না কী ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে তাঁর সঙ্গে। জলে নামেন যখন, তখনই আচমকা তাঁকে টেনে জলে নিয়ে যায় কুমির। কুমিরের আক্রমণে প্রাণ যায় মহিলার। স্থানীয়রা, যাঁরা এই ভয়াবহ ঘটনা ঘটতে দেখেছেন চোখের সামনে, ভুলতে পারছেন না কিছুতেই। তাঁদের চোখের সামনেই লাল হয়ে যায় নদীর জল। চোখের পলক পড়ার আগেই, নদীর জলে মহিলাকে টেনে নিয়ে গায়েব হয়ে যায় বিশালাকৃতির কুমির।
প্রায় ঘণ্টাখানেক পর, ফের দেখা মেলে তার। ততক্ষণে সে প্রাণ নিয়েছে মহিলার। কিন্তু দেহ উদ্ধার হবে কীভাবে? স্থানীয়রা শেষমেশ মুরগির লোভ দেখিয়ে কুমিরের মুখ থেকে উদ্ধার করে মহিলার দেহ। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। কেউ কেউ বলছেন, কিভাবে আর নদীর জলে নামবেন, নদীর পাড়ে যাবেন? ভেবেই চিন্তা। ওই কুমিরটিকে হত্যা করা হয়েছে বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।
