আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে বাড়িতেই রোলার কোস্টারের অভিজ্ঞতা দিতে অভিনব কৌশল করলেন মা।  মায়ের কাণ্ড দেখে হতবাক  নেটপাড়া। ভিডিও টি দেখলে চমকে উঠবেন আপনিও।

 শিশুকন্যাটি রোলার কোস্টারে চড়তে চেয়েছিল। ঝুঁকিপূর্ণ বা অন্য কোনও কারণ থাকায় মা তাঁর সন্তানকে তা চড়তে দিতে চান নি। তাঁর সন্তান যেন মজার অভিজ্ঞতা থেকে বাদ না যায়, সেজন্য মা মাথা খাটিয়ে বের করে ফেললেন একটি বুদ্ধি। সেই বুদ্ধি কাজে লাগিয়ে তিনি তাঁর ছোট্ট শিশুকে বাড়িতেই রোলার কোস্টারে চড়ার মজা  দিলেন। যা দেখে তাক লেগে গেছে নেটিজেনদের । ভিডিওতে দেখা যাচ্ছে, মা তাঁর কোলে চেয়ার উল্টো করে সেখানে শিশুকে বসিয়ে আদ্ভুতভাবে চেয়ারটিকে ডান দিক বাম দিক করছেন। ঠিক যেভাবে রোলার কোস্টারের গতিপথ বদল হয়। অনেকটা গাড়ির স্টিয়ারিং-এর মতো। তাতেই শিশুটিও  মনে করছে  যে সে  রোলার কোস্টারে চড়ছে।ওই মহিলা অত্যন্ত মনোযোগ দিয়ে  নিজের শিশুকে নিয়ে মজা করছিল।

এরপর ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের আনাচে কানাচে।
ভিডিওর ক্যাপশানে লেখা ছিল, ' ইন্টারনেটকে জয় করল মা।' ৩ মিলিয়ন  মানুষ ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন। ঝড়ের গতিতে বাড়ছে লাইক এবং ভিউ-এর সংখ্যা। মহিলার সৃজনশীলতা এবং সন্তানের প্রতি স্নেহ দেখে সকলেই তাঁর প্রশংসা করছেন।