আজকাল ওয়েবডেস্ক: পরনে শুধুমাত্র অন্তর্বাস। খোলা চুল। এই অবস্থায় গোটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পায়ে হেঁটে ঘুরলেন তরুণী। কোথাও দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকলেন। কোথাও শুধুই হাঁটাচলা করলেন। সবটাই নীরবে। পোশাকবিধির বিরুদ্ধে এমনভাবেই প্রতিবাদে সরব হলেন তরুণী। যার জেরে তাঁকে আটক করলেন নিরাপত্তাকর্মীরা।
ঘটনাটি ঘটেছে ইরানের এক বিশ্ববিদ্যালয়ে। দেশে কড়া পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ক্যাম্পাসের মধ্যেই অন্তর্বাস পরে ঘুরলেন তরুণী। এই ঘটনার জেরে তাঁকে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। শেষমেশ তাঁর পরিণতি কী হবে, তা এখনও জানা যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইরানের ইরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেখানেই শুধু অন্তর্বাস পরে হাঁটাচলা করতে দেখা যায় তরুণীকে। এর কিছুক্ষণ করেই নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তরুণীর এমন কীর্তির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর মানসিক সমস্যা রয়েছে। মুখপাত্র আমির মাহজব জানিয়েছেন, তরুণী মানসিক সমস্যায় ভুগছেন। সে কারণেই বিশ্ববিদ্যালয়ে সকলের সামনে পোশাক খুলে ঘুরে বেরিয়েছেন। থানা থেকেও জানানো হয়েছে তাঁর মানসিক সমস্যার কথা। তাঁকে সম্ভবত মানসিক রোগীদের হাসপাতালে ভর্তি করানো হবে।
কর্তৃপক্ষ বললেও, তরুণীর মানসিক সমস্যা রয়েছে, একথা মানতে নারাজ সাধারণ মানুষ। ইরানে হিজাব পোশাকবিধির বিরুদ্ধেই যে এমনভাবে প্রতিবাদ জানিয়েছেন তিনি, তাতেই একমত সকলে। প্রসঙ্গত, ২০২২ সালে হিজাব পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই গ্রেপ্তার করা হয়েছিল ১৯ বছরের মাহশা আমিনিকে। হেফাজতে থাকাকালীন এমনভাবে তাঁকে অত্যাচার করা হয়েছিল, সেখানেই মৃত্যু হয়েছিল তাঁর।মাহশার মৃত্যুর পর দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছিলেন মহিলরা।
