আজকাল ওয়েবডেস্ক: চাকুরিরতরা দিনের বেশিরভাগ সময় অফিসে কাটান, সহকর্মীদের সঙ্গে। কারও কারও সঙ্গে আত্মীয়তা কিংবা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অনেক সময় তা হয়ও না। কিন্তু যে ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি, তাতে শিউরে উঠছেন অনেকেই।

 
সহকর্মীকে চুম্বনের প্রস্তাব দিয়েছিলেন যুবক। সেই প্রস্তাবে সম্মতি হননি যুবতী। করেছিলেন অস্বীকার, মেরেছিলেন সপাটে চড়। যুবতীর সঙ্গে যা হল, জানলে শিউরে উঠবেন। স্থানীয়রা জনিয়েছেন, বাড়ির পাশে উদ্ধার হয়েছে ৩৮ বছরের যুবতীর দেহ।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই যুবতীর নাম সিন্তিয়া রিবেরিও বারবোসা। অভিযোগ, তাঁর সহকর্মী মার্সেলো জুনিয়র বাস্তোস সান্তোস  তাঁকে চুম্বনের জন্য জোর করেন। তাতে রাজি হননি বারবোসা। তিনি সহকর্মীর প্রস্তাব প্রত্যাখ্যান করার সঙ্গেই, চড়ও মারেন। 

পরে এক প্রত্যক্ত জায়গায় উদ্ধার হয় বারবোসার দেহ। জানা গিয়েছে, ওই পরিত্যক্ত জায়গায় হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। হত্যার পরের দিন তার দেহ উদ্ধার হয়। তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহ করে সান্তোসকে। যানতে পারে খুনের দিনে, সান্তোস প্রতিবেশীদের কাছে বেলচা খুঁজছিল।নাথানেল দা সিলভা জানিয়েছেন, সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটে গিয়েছে এই চরম ঘটনা। ঘটনায় ভেঙে পড়েছেন নাথানেল। স্থানীয় সংবাদ মাধ্যমে বারবোসার সঙ্গে তাঁর পরিচয়, প্রেম এবং বিয়ের সিদ্ধান্তের কথা বলেছেন।