আজকাল ওয়েবডেস্ক: দুপুরে খাওয়াদাওয়ার পরেই হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা। প্রথমে ভেবেছিলেন খাবারের কারণে পেটের গোলমাল হয়েছে। ক্রমেই তা বাড়তে থাকায় সাইকেল চালিয়ে একা একাই হাজির হলেন হাসপাতালে। ঠিক এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করলেন তরুণী। যে ঘটনাটি ঘিরে তিনি নিজেই হতবাক। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশে। ১৬ জুন ইজৌ শহরে লি নামের এক তরুণী পুত্র সন্তানের জন্ম দেন। সেদিন দুপুরে খাওয়াদাওয়ার পরেই পেটে ব্যথা অনুভব করছিলেন। লিয়ের ধারণা ছিল, বেশি খাওয়াদাওয়ার জন্যেই পেটে ব্যথা হচ্ছে। বাড়িতেই ওষুধ খেয়ে বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন। 

 

কিন্তু পেটের যন্ত্রণা কমার পরিবর্তে আরও বাড়তে থাকে। শেষমেশ নিজেই সাইকেল চালিয়ে স্থানীয় হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা জানান, লি অন্তঃসত্ত্বা। হাসপাতালে যাওয়ার এক ঘণ্টা পরে পুত্র সন্তানের জন্ম দেন লি। এই ঘটনায় হতবাক তাঁর স্বামীও। 

 

লি জানিয়েছেন, তাঁর ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এটি তাঁর দ্বিতীয় সন্তান। অন্তঃসত্ত্বা থাকাকালীন তিনি বিন্দুমাত্র টের পাননি। প্রথম সন্তানের জন্মের পর পিরিয়ড অনিয়মিত হত। গত কয়েক মাসে পিরিয়ড না হওয়ায়, তাই দুশ্চিন্তায় পড়েননি। তবে ওজন বেড়ে গিয়েছিল তাঁর। দ্বিতীয় সন্তানটি সুস্থ থাকায় অবাক হয়ে গেছেন তিনি।