আজকাল ওয়েবডেস্ক: খাঁ খাঁ মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলেন দুই তরুণী পর্যটক। সাহায্যের জন্যে আশেপাশে ছিলেন না কেউই। এরপরই উবারের দ্বারস্থ হলেন তাঁরা। তবে উবারে গাড়ি নয়, উট অর্ডার করলেন দুই তরুণী। কিছুক্ষণের মধ্যেই হাজির উট চালক! তাঁদের কীর্তি রীতিমতো চমকে দিয়েছে সাধারণ মানুষকে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই তরুণী গাড়ি নিয়েই মরুভূমিতে ঘুরছিলেন। মাঝামাঝি এলাকায় তাঁদের গাড়িটি খারাপ হয়ে যায়। তারপর পায়ে হেঁটেই ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু খানিকটা এগিয়ে যাওয়ার পর পথ হারিয়ে ফেলেছিলেন দু'জনে। এরপরই উবারে গিয়ে উট অর্ডার করেন। উবারে উটের অপশনও দেখায়। তাতেই বেজায় চমকে যান তাঁরা। কিছুক্ষণের মধ্যেই মরুভূমির সেই অঞ্চলেই উট নিয়ে হাজির হন চালক। 

 

কোথায় ঘটেছে এমন ঘটনা? জানা গিয়েছে, দুই তরুণী দুবাইয়ে বেড়াতে গিয়েই উবারে উট অর্ডার করেছিলেন। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেন। যা দেখে চমকে যান নেটিজেনরা। কারণ এমন অপশন আরও কোনো কোনও মরুভূমিতেই পাওয়া যায় না। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উট চালক দুই তরুণীকে বলছেন, দুবাইয়ের মরুভূমিতে অনেকেই পথ হারিয়ে ফেলেন। তাঁদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য বারবার সাহায্য করেন তিনি। এর আগেও বহু পর্যটককে সাহায্য করেছেন তিনি। 

 

কিন্তু এরপরেও ভিডিওটি বিশ্বাসযোগ্য মনে হয়নি নেটিজেনদের। অনেকের মনে হয়েছে, মজা করার জন্যেই ভিডিওটি বানিয়েছিলেন তরুণীরা। কেউ আবার উবার উটের গায়ে নম্বর রয়েছে কি না, তাও জিজ্ঞাসা করেছেন।