আজকাল ওয়েবডেস্ক: ভূতে ভয় পান না এমন ব্যক্তি মেলা ভার। তবে কালের নিয়মে মানব সমাজের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে ভূতুড়ে পুতুল। সম্প্রতি লন্ডনের এক মহিলা একটি তখাকথিত ভূতুড়ে পুতুল কিনে বাড়িতে নিয়ে আসেন। সেটিকে তিনি ২৬০ ডলার দিয়ে কেনেন। আসলে তিনি ভূতে বিশ্বাস করতেন না তাই তিনি এই পুতুলটিকে নিয়ে আসেন। তবে পুতুলটি তার বাড়িতে আসার পর থেকে তার পরিবারে নেমে এসেছে অন্ধকারের ছায়া।

 

প্রতিদিন তাকে নিত্যনতুন সমস্যার সামনে পড়তে হয়। দেখলে মনে হবে যেন ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কিন্তু ভূতুড়ে পুতুলের কাণ্ড এবার বিব্রত করেছে ওই মহিলাকে। সেটিকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই তার খারাপ সময় শুরু হতে থাকে। নিছক খেলনা মনে হলেও ধীরে ধীরে ভূতুড়ে পুতুলের প্রভাব পড়তে থাকে মহিলার জীবনে। সেই পুতুলটি তার আগে যার কাছে ছিল তিনিও একইরকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

 

 এরপর তিনি সেটিকে মাত্র ৪ ডলার দিয়ে একটি দোকানে বিক্রি করে দেন। সেই ব্যক্তিরও দাবি ছিল ভূতুড়ে পুতুলটি বাড়িতে নিয়ে আসার পরই তার গাড়ি দুর্ঘটনা হয়। বারে বারে তিনি অসুস্থ হতে শুরু করেন। চাকরিতে তার মাইনে কমে যায়। এরপর সেই পুতুল যে মহিলা কিনেছেন তিনি জানিয়েছেন, পুতুলটি রাখার বাক্সটি খোলামাত্র যেন গোটা ঘরে এক অন্য পরিবেশ তৈরি হয়েছিল। গোটা ঘরে যেন ঠান্ডা এক হাওয়া বিরাজ করে। যেন ঘরের মধ্যেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এরপরই তার মনে হয় এই পুতুলে বিশেষ কিছু রয়েছে।

 

 এরপর তিনি পুতুলটিকে একটি কাঁচের বাক্সে রাখেন। সেখানে তিনি পবিত্র জলও রাখেন। তবে রাতের বেলা তিনি নানা ধরণের বিকট স্বপ্ন দেখতে শুরু করেন। যেন তার ঘরের মধ্যে কোনও অশরীরি ঘুরে বেড়াচ্ছে। তার তিন বছরের ছেলের সঙ্গে এই ভূতুড়ে পুতুলের যেন অদ্ভুত সখ্যতা। তার সঙ্গে নিয়মিত কথা বলে তার ছেলে। সেখানে চলে হাসির রোলও।

 

মহিলার স্বাস্থ্যের সমস্যা প্রতিদিনই যেন চলতে থাকে। যেন খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না তাদের। এতসবের পর কিন্তু হাল ছাড়েননি ওই মহিলা। মত্যুর পরও রয়েছে আলাদা একটি জগত। হয়তো সেখানকার সঙ্গেও যোগাযোগ রয়েছে এই পুতুলের। মহিলা জানেন না আগামীদিনে তার সঙ্গে কী ঘটতে চলেছে। সবটাই যেন ভূতুড়ে পুতুলের মায়া।