আজকাল ওয়েবডেস্ক: বিমান বন্দরে গিয়েছিলেন। কিন্তু কোনওভাবেই যুবতীর মুখাবয়বের সঙ্গে মিলছিল না পাসপোর্টের ছবি। তারপরেই নাকি যুবতীকে সোজা বলা হয় তাঁর মেকআপ ধুয়ে ফেলার জন্য। সাংহাই বিমান বন্দরের ঘটনায় রীতিমতো হইচই।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সাংহাই বিমানবন্দরে এই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গিয়েছে, পরিস্থিতির চাপে পড়ে, মহিলা নিজের মেকআপ পরিষ্কার করছেন টিস্যু দিয়ে। ওই ভিডিওতে আরও একটি বিষয় লক্ষণীয়, এক ব্যক্তিকে ভিডিওতে দেখা যায়নি, তবে ভিডিওর ক্যামেরার আড়াল থেকে কোনও এক ব্যক্তিকে তাঁকে বকাবকি করতে শোনা গিয়েছে।
ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘কেন এই ধরনের মেকআপ করেছেন?’ একই সঙ্গে ওই ব্যক্তি কর্কশ গলায় বলেন, ততক্ষণ পর্যন্ত মেকআপ তুলে ফেলতে হবে, যতক্ষণ না পর্যন্ত যুবতীকে পাসপোর্টের ছবির মতো দেখতে লাগে।
অনেকেই ওই ভিডিওতে নানা মতামত দিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, যুবতী একেবারে বিয়েবাড়ির মতো মেকআপ করেছিলেন। অনেকেই তির্যক মন্তব্য করেছেন। তবে শেষপর্যন্ত তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়েছিল কি না, তা জানা যায়নি।
