আজকাল ওয়েবডেস্ক: স্নানেই দূর হয় ক্লান্তি। তরতাজা হয়ে ওঠে মানুষ। মনে করা হয়, যে দেশের মানুষ ঘনঘন স্নান করেন তারা বেশি স্বাস্থ্যের দিকে নজর দেয়। জানেন বিশ্বে কোন দেশের মানুষ সবচেয়ে বেশিবান স্নান করেন? কান্টার ওয়ার্ল্ডপ্যানেলের গবেষণা অনুসারে, ব্রাজিলের বাসিন্দারা সব থেকে বেশিবার স্নান করেন। সপ্তাহে গড়ে প্রায় ১৪ বার করে স্নান করেন ব্রাজিলিয়ানরা। তাহলে বলা যেতে পারে যে ব্রাজিলিয়ানরা অতিরিক্ত স্বাস্থ্যবিধি-সচেতন? প্রকৃত কারণ হল ব্রাজিল গরমের দেশ, অতিরিক্ত ঘাম হয়। ফলে মানুষ পরিষ্কার থাকতে বেশিবার স্নান করেন।
ব্রাজিলের বার্ষিক গড় তাপমাত্র থাকে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতাই ব্রাজিলিয়ানদের বেশিবার স্নানে বাধ্য করেন। অন্যদিকে ব্রিটেনে গড় তামমাত্র থাকে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে এই দেশের বাসিন্দাদের স্নানের হার কম।
ব্রাজিলে সাওয়ারে স্নান পছন্দ করেন অধিকাংশ বাসিন্দা। ৯৯ শতাংশ ব্রাজিলিয়ান সপ্তাহে একবার হলেও সাওয়ার ব্যবহার করেন, মাত্র ৭ শতাংশ মানুষ স্নান করতে আগ্রহী। ফলে বলাই যায় সেদেশে সাওয়ার ব্যবহার হল একটা সংস্কৃতি।
ব্রাজিলিয়ানদের স্নানের গড় সময় ১০.৩ মিনিট। আমেরিকানদের ৯.৯ মিনিট এবং ব্রিটিশদের জন্য ৯.৬ মিনিটের সামান্য কিছু বেশি। এই পার্থক্যটি ব্রাজিলের সাংস্কৃতিক এবং জলবায়ু-সম্পর্কিত অভ্যাসকে প্রতিফলিত করে।
এছাড়াও গবেষণায় প্রকাশ, বিশ্বে মহিলারা পুরুষদের থেকে বেশি স্নান করেন। দুনিয়ায় ৬৩ শতাংশ মহিলা রোজ স্নান করেন। ৫৮ শতাংশ পুরুষ রোজ স্নান করেন।
চিনের পশ্চিম অংশের বহু গ্রামের মানুষ মাসে ২-৩ বার স্নান করেন। ওই অঞ্চলে শীত বেশি। তার উপর জল গরম করার সুবিধাও তেমন নেই। যা স্নানের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।
