আজকাল ওয়েবডেস্ক: স্পেনের ছোট্ট শহর বুনোল আবারও রাঙা হয়ে উঠল হাজার হাজার টমেটোয়। বুনোলে গত সপ্তাহে পালিত হল বিশ্ববিখ্যাত লা টমাটিনা উৎসবের ৮০তম বর্ষপূর্তি। টন টন পচা টমেটো ছুঁড়ে একে অপরকে ভিজিয়ে আনন্দে মেতেছিলেন সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার মানুষ। তবে এবারের উৎসবে নজর কাড়লেন ভারতীয় পর্যটকেরা। বলিউডের জনপ্রিয় ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ থেকে অনুপ্রাণিত হয়ে লা টমাটিনায় যোগ দেওয়া ভারতীয়রা নিজের মতো করে উৎসবের রঙ মিশিয়ে দেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, তারা আনন্দে মাতেন অমিতাভ বচ্চনের বিখ্যাত গান ‘জুম্মা চুম্মা’ গেয়ে ও নেচে।

টমেটোর লাল রসে ভিজে মেতে ওঠেন নাচে-গানে, আর সেই আবেগে যোগ দেন অন্যরাও। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রতিক্রিয়া বিভক্ত। কেউ বলছেন, ‘বিদেশে গিয়ে এভাবে মাতামাতি করা লজ্জার’, আবার অন্যদের মতে, ‘তারা আনন্দ করেছে, সেটাই সবচেয়ে বড় কথা।’ একজন লিখেছেন, ‘স্পেনের চেয়ে বেশি ভারতীয়ই যেন উপস্থিত ছিলেন। তারা ভাঙড়া পর্যন্ত বাজিয়েছে। স্পেনের মানুষ আমাদের সঙ্গে উপভোগ করেছে, অথচ আমাদের দেশেই সমালোচনা হচ্ছে।’ আবার আরেকজনের মন্তব্য, ‘ভারতে কখনও বিদেশিরা দীপাবলি বা দুর্গাপুজোয় ইংরেজি গান বাজিয়ে মাতামাতি করে কি? না। তাহলে আমাদেরও উচিত সম্মান দেখানো।’

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Waqar Azmi (@whereiswaqar)