আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনেই মুখ পুড়ল তরুণীর। রেস্তোরায় জন্মদিন পালন করতে গিয়েছিলেন ভিয়েতনামের এক তরুণী। সেখানেই গ্যাস বেলুন ফেটে তরুণীর মুখ পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে 'ভালোবাসর দিন' ১৪ ফেব্রুয়ারি।
জন্মদিন পালনই যেন কাল হয়ে উঠল তরুণীর জীবনে। তরুণীর সঙ্গে হওয়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে , জন্মদিনের স্মৃতি ক্যামেরা বন্দি করতে এক হাতে বেলুন, অন্য হাতে কেক নিয়ে দাঁড়িয়েছিলেন গিয়াং নামে ওই তরুণী। সেই সময় কোনওভাবে মোমবাতির শিখায় স্পর্শ করে তরুণীর হাতে থাকা হাইড্রোজেন ভর্তি বেলুন। তাতেই ঘটে বড়সড় দুর্ঘটনা। নিমিষেই বেলুন ফেটে আগুনের ফুলকি তরুণীর চোখে মুখে লেগে যায়। এরপরেই হাতে থাকা জিনিসপত্র ছুড়ে ফেলে, দু হাত দিয়ে মুখ ঢেকে নেন তরুণী।
জানা গিয়েছে, তরুণী ওই মুখ নিয়েই দৌড়ে কলঘরে পৌঁছান এবং পোড়ামুখে জল দিতে থাকেন। এরপরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার ঠিক ৬ দিন পর আক্রান্ত ওই তরুণী বলেন, ''মুখে পোড়া দাগ হয়ে যাওয়ায় আশঙ্কায় আমি ভয়ে ছিলাম।" তরুণীর দাবি, গোটাদিন ধরে তিনি কেঁদেছিলেন। পোড়া মুখ নিয়ে তিনি কী করবেন তা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন। এরপরে চিকিৎসকরা তাঁকে পোড়া দাগ মিলিয়ে যাবে বলে নিশ্চিন্ত করলে তরুণীর উদ্বেগ দূর হয়। তরুণী গ্যাস বেলুন নিয়ে সকলকে সতর্ক করেছেন এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
