আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেল ভিয়েতনামের হ্যানোই। সেখানকার বাতাসের গুনগত মান এতটাই কমে গিয়েছে যে সেখান থেকে স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন। ভিয়েতনাম সরকার জানিয়ে দিয়েছে তারা এবার থেকে সমস্ত ধরণের জ্বালানিচালিত গাড়ি বর্জন করলেন। এরপর থেকে এখানে শুধুই ব্যাটারিচালিত গাড়ি চলবে।
বাতাসে দূষণের পরিমান বিচার করে দেখা গিয়েছে এখানকার বাতাসের দূষণ সবথেকে বেশি রয়েছে। এর দূষণ হার মানিয়েছে বিশ্বের অন্য দেশগুলিকে। দক্ষিণপূর্ব এশিয়ার এই শহরটি কয়েক বছরের মধ্যে তাদের উন্নতির শিখরে উঠে এসেছে। সেদিক থেকে দেখতে হলে এই দূষণ তাদের ফের অনেকটাই পিছনে ফেলে দেবে।
রাতের বেলা তো কথাই নেই, দিনের বেলাতেও এখানকার প্রতিটি রাস্তা ঘন কুয়াশা এবং ধুলোর চাদরে ঢাকা থাকে। হ্যানোইতে যেভাবে প্রচুর শিল্প তৈরি হয়েছে সেদিক থেকে দেখতে হলে সেখানকার জ্বালানি থেকে তৈরি হওয়া ধোয়াতে ঢেকে গিয়েছে গোটা শহরটি।
সেখানকার স্থানীয় বাসি্ন্দারা মনে করছেন যেভাবে এই শহরে দূষণ বাড়ছে সেদিক থেকে দেখতে হলে এখানে অবস্থা আগামীদিনে আরও খারাপ হবে। প্রবীণদের পাশাপাশি নবীনদেরও এখানে শ্বাস নিতে যথেষ্ট অসুবিধা হচ্ছে। পরিবহন মন্ত্রী ইতিমধ্যেই সমস্ত জ্বালানিচালিত গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ২০৩০ সালের মধ্যে সমস্ত বাস এবং ট্যাক্সিতে ব্যাটারিচালিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরাও। এই অবস্থা কবে ফের ঠিক হবে তা কেউ দাবি করে বলতে পারছেন না।
