আজকাল ওয়েবডেস্ক :  চাবি হারালেই আমরা নকল চাবি বানাতে তড়িঘড়ি ছুটি চাবিওয়ালার কাছে।  সেই চাবি তৈরির প্রক্রিয়া সময়সাপেক্ষ। তবে আর প্রয়োজন নেই চাবিওয়ালার। এমনকি অপেক্ষাও করতে হবে না।   মেশিনই সঙ্গে সঙ্গে  বানিয়ে ফেলছে গুছ গুছ ‘নকল চাবি।’ সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি মেশিনের ভিডিও ভাইরাল হয়েছে। এই মেশিনটির দেখা মিলবে আমেরিকায়।  মেশিনের কামাল দেখেই নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিওতে এক ব্যাক্তিকে নিজের জন্য নকল চাবি বানাতে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতেই তিনি এ কথা জানিয়ে দেন দর্শকদের। এরপর তিনি হাঁটতে হাঁটতে মেশিনের পৌঁছন। ওই মেশিনটি দেখতে একদম অবিকল এটিএম মেশিনের মতো। ওই ব্যক্তি মেশিনে আসল চাবি দিতেই তৈরি হয়ে গিয়েছিল  নকল চাবি। এমনকি একটি অতিরিক্ত চাবিও ফ্রি পেয়েছিলেন তিনি ।

সমাজমাধ্যেম এই ভিডিও পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওর ক্যাপশনে চাবির ইমোজি ব্যাবহার করে  লেখা ছিল,  আমেরিকার চাবিওয়ালা।’ এই অভিনব মেশিনটি নেটিজেনদের নজর কেড়েছে । ভিডিওতে ভিউয়ের সংখ্যা বেড়ে চলছে।