আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্পে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ধারণা করা হচ্ছিল, ভারতীয় ওষুধ শিল্প মার্কিন শুল্কের হাত থেকে রেহাই পেয়েছে। সেই আশায় বৃহস্পতিবার শেয়ারবাজারে ফার্মা স্টকের দাম ৩-৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
কিন্তু শুক্রবার ট্রাম্পের মন্তব্যে পুরো চিত্র পাল্টে যায়। তিনি বলেন, ‘‘ওষুধ শিল্পের উপর শুল্ক আসছে—আগে যা কখনও দেখা যায়নি এমনভাবে।’’
এর ফলেই অরো ফার্মা, লুপিন, আইপিসিএ ল্যাব ইত্যাদি সংস্থার শেয়ার এক ধাক্কায় ১০ শতাংশ পর্যন্ত পড়ে যায়।
ভারতীয় ফার্মার মার্কিন বাজারে রফতানি আগের বছর ১৫ শতাংশ বেড়ে ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। ২০২৫ অর্থবর্ষে এটি ৩১ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছিল।
এই পরিস্থিতিতে মোদি সরকার ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “ট্রাম্পের এই শুল্কনীতি ভারতের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।”
তিনি আরও বলেন, “ইন্দিরা গান্ধীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বিদেশনীতি নিয়ে বাম না ডান দিকে ঝুঁকছেন। উনি বলেছিলেন, আমি একজন ভারতীয় এবং আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। বিজেপি-আরএসএস এর ঠিক উল্টো—ওরা সব বিদেশির সামনে মাথা নত করে।”
বিশেষজ্ঞদের মতে, ভারত-মার্কিন সম্পর্কের জন্য এ এক বড় পরীক্ষা।
