আজকাল ওয়েবডেস্ক: স্তাবকের প্রশংসায় গলে জল ট্রাম্প! ভারত-পাক সংঘাত থামাতে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন বলে আগেই একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই দাবিকেই মাণ্যতা দিয়ে ট্রাম্পের প্রশংসা করেছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের জন্যই বহু মানুষ প্রাণে বেঁচে গিয়েছেন। আর এতেই ট্রাম্পের আনন্দ আর ধরছে না।
ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সামরিক নেতৃত্বের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) আর সেনাপ্রধান কয়েক দিন আগে হোয়াইট হাউসে এসেছিলেন। সবার সামনে ওরা বললেন, 'এই মানুষটি (ট্রাম্প) লাখ লাখ প্রাণ বাঁচিয়েছেন, কারণ উনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন।' আমি ভীষণ গর্বিত।"
ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছেন, মাত্র নয় মাসের মধ্যে তাঁর প্রশাসন সাতটি যুদ্ধ থামিয়েছে। তাঁর কথায়, "হয়তো ইজরায়েল-গাজা সংঘাত আটকালাম, আর আগে ভারত-পাকিস্তানের যুদ্ধও থামিয়েছি। দুই দেশই পারমাণবিক শক্তিধর। না থামালে বিরাট কোনও ক্ষতি হয়ে যেতে পারত।" প্রেসিডেন্টের আরও দাবি, তিনি ইসলামাবাদ ও দিল্লিকে তিনি সরাসরি সতর্ক করেছিলেন, যুদ্ধ শুরু হলে আমেরিকার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তারপরই নাকি দুই দেশ সংঘাত বন্ধ করে।
যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা প্রথমে স্বীকার করেনি পাকিস্তান। তবে ভারতের সঙ্গে সংঘাতের আবহে কূটনৈতিক পদক্ষেপ হিসাবে শেহবাজ সরকার পরে ট্রাম্পের দাবিকে মাণ্যতা দেয়। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাদের দাবি, ভারত-পাক সাম্প্রতিক সংকটে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন।
তবেভারত, আমেরিকার এই দাবি এখনও পর্যন্ত মেনে নেয়নি। নয়াদিল্লি অবশ্য বারবার জানিয়েছে, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের সেনার পারস্পরিক বোঝাপড়ার ফলেই, তৃতীয়পক্ষের কারও হস্তক্ষেপে নয়।
