আজকাল ওয়েবডেস্ক: ফ্লোরিডার অরল্যান্ডো শহরের এক টিফানি অ্যান্ড কো. দোকান থেকে প্রায় ৬.৬ কোটি টাকা মূল্যের দুল চুরির অভিযোগ উঠেছে জ্যাথান লরেন্স গিল্ডার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী গিল্ডার অরল্যান্ডো ম্যাজিক বাস্কেটবল দলের প্রতিনিধির ছদ্মবেশে গত ২৬ ফেব্রুয়ারি দোকানে প্রবেশ করেন এবং দু’জোড়া দুল চুরি করেন।
চুরি হওয়া দুলগুলির মধ্যে একটি জোড়া ৪.৮৬ ক্যারাটের, যার মূল্য ১.৩ কোটি টাকা, এবং অন্যটি ৮.১০ ক্যারাটের, যার মূল্য ৫.৩ কোটি টাকা। অরল্যান্ডো পুলিশ গিল্ডারকে ইন্টারস্টেট ১০ হাইওয়েতে আটক করে। তাঁকে গ্রেপ্তার করার সময় পুলিশ দুলগুলি খুঁজে পায়নি, যার ফলে চুরির অভিযোগে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি।
জেলে থাকার সময় গিল্ডার কারারক্ষীদের কাছে জানতে চান যে, তাঁর পেটের ভেতর থাকা বস্তুগুলির জন্য তাঁকে অভিযুক্ত করা হবে কিনা। পরে একটি বডি স্ক্যানে তাঁর পেটে অজানা বস্তু দেখা যায়, যা পুলিশ মনে করছে চুরি করা টিফানি অ্যান্ড কো. দুল হতে পারে।
এখন গিল্ডারের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি বড় ধরনের চুরি ও মুখোশ পরা অবস্থায় ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
