আজকাল ওয়েবডেস্ক: যুবতীর প্রেমে হাবুডুবু। নতুন বছরেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল যুবক। তাতে রাজিও হয়েছিলেন যুবতী। প্রকাশ্যে আদুরে মুহূর্ত কাটানোর কিছুক্ষণের মধ্যেই প্রেমিকাকে কুপিয়ে খুন করল সে। রক্তে ভেসে গেল ঘর। বন্ধ ঘর থেকে উদ্ধার করা হল যুবতীর দেহ। যুবকের কাণ্ডে রীতিমতো হতবাক পুলিশও। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এলিজাবেথের ফ্লোরিডা স্ট্রিটে। সোমবার সকালে ওই এলাকায় একটি বাড়ি থেকে ৩১ বছর বয়সি যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই সন্তানের অভিযোগ, আগের রাতে তাঁর প্রেমিক খুনের ঘটনাটি ঘটেছে। 

পুলিশ জানিয়েছে, এটি একটি ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস। ৫২ বছর বয়সি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। খুনের আগেরদিন একটি নাইট ক্লাবে যুবতীকে প্রোপোজ করেছিল সে। প্রকাশ্যে চুমুও খেয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যুবক লিখেছিল, সে অত্যন্ত ভালবাসে যুবতীকে। এর কিছুক্ষণ পরে যুবতীকে কুপিয়ে খুন করে। 

যুবকের বিরুদ্ধে আগেও যৌন হয়রানির মামলা রয়েছে। ২০১০ সালে তার বিরুদ্ধে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ ছিল। তাকে খুনের হুমকিও দিয়েছিল। এই ঘটনার এক দশক পরেই প্রেমিকাকে কুপিয়ে খুন করল সে।