আজকাল ওয়েবডেস্ক: মার্কিন দেশে এখন আনন্দের পরিবেশ। কারণ হল তাদের দেশের সেনার ২৫০ তম বর্ষপূর্তি। এই কারণে বিভিন্ন দেশ থেকে সেনাপ্রধানরা সেখানে গিয়েছেন। তবে সেই তালিকায় পাক সেনাপ্রধান আসিম মুনির রয়েছেন কী সেটা নিয়েই তৈরি হয়েছে বিরাট বিতর্ক।


তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে হোয়াইট হাউজ জানিয়ে দিল এই খবর একেবার মিথ্যা। এর কোনও বাস্তব ভিত্তি নেই। যেভাবে এই খবরটি পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়। পাকিস্তানের কোনও সেনাপ্রধানকে তারা আমন্ত্রণ করেননি। 


অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তানের এই সেনাপ্রধান খবরের শিরোনামে উঠে এসেছেন। ফলে এই বিষয়টি নিয়ে কংগ্রেস শিবির বিরাট হৈচৈ করা শুরু করে দিয়েছিল। তারা ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। যেভাবে ভারতের মাটিতে জঙ্গি হামলার মতো ঘটনা হয়েছে তাতে সেখান থেকে পাকিস্তানকে কোনও ধরণের রেয়াত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস শিবির।


কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, আমেরিকার সেনাবাহিনীর বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এটা ভারতের পক্ষে অনেক বড় ধাক্কা। দুই দেশের মধ্যে সম্পর্কে এটা অনেক বেশি প্রভাব ফেলবে। এরপর এই কংগ্রেস নেতা প্রশ্ন করেন, এই সেই নেতা যিনি পহেলগাঁওতে হামলার পর জঙ্গিদের সমর্থনে গলা ফাটিয়েছিলেন।


বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা পোস্ট করে লেখেন, এই ধরণের মন্তব্য অর্থহীন। এটি ভুল তথ্য পরিবেশ করছে। এরফলে ভারত-মার্কিন সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই ধরণের পোস্ট ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আক্রমণের সমান। 


প্রসঙ্গত, রবিবার আমেরিকার সেনাবাহিনী একটি বিশেষ প্যারেডের আয়োজন করেছে। সেখানে তাদের বার্ষিক অনুষ্ঠান হবে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের ৭৯ তম জন্মদিনটিও পালন করা হবে। এই প্যারেডে আমেরিকার হাজার হাজার সেনা, যুদ্ধের ট্যাঙ্ক, হেলিকপ্টার, বিমানবাহিনী অংশগ্রহণ করবে। ফলে মার্কিন দেশে এখন সাজো সাজো রব পড়ে গিয়েছে।