আজকাল ওয়েবডেস্ক:‌ অভিবাসী নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল আমেরিকা। রাশিয়া, ইরান, আফগানিস্তান–সহ মোট ৭৫টি দেশের জন্য ভিসা বন্ধ করে দিল আমেরিকা। 


প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে হোয়াইট হাউস এলাকায় গুলি চালান এক আফগান নাগরিক। তার জেরে মৃত্যু হয় এক ন্যাশনাল গার্ডের। তারপরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তৃতীয় বিশ্বের দেশগুলির নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ করে দেবেন। এবার সেই পথেই এগোল মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে অনির্দিষ্টকালের জন্য। জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। 


এই ৭৫টি দেশের তালিকায় শুরুতেই রয়েছে ইরান এবং রাশিয়া। এছাড়াও সোমালিয়া, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, ইরাক, মিশর, ইয়েমেন, থাইল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলির নাগরিকদের জন্যও বন্ধ হল আমেরিকার ভিসা। ৭৫টি দেশের মার্কিন দূতাবাসকে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে বলে বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে। 


এই সিদ্ধান্তের ফলে এই ৭৫ দেশের নাগরিকের আমেরিকায় থাকা ও কাজ করার রাস্তা বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। সূত্রের খবর, পর্যটক বা অস্থায়ী শ্রমিকদের জন্য এই নিয়ম কার্যকর হবে না। তাছাড়া চলতি বছরেই আমেরিকায় বসবে ফিফা বিশ্বকাপের আসর। তাই মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ দেখতে আসা অন্য দেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে। সেই তালিকায় নিষিদ্ধ হওয়া ৭৫ দেশের নাগরিকরাও রয়েছেন। 


প্রসঙ্গত, গত নভেম্বরে হোয়াইট হাউসে হামলার পরেই ট্রাম্প বলেছিলেন, ‘আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। জো বাইডেনের অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মূল সম্পদ’ নন, অথবা আমাদের দেশকে ভালবাসতে অক্ষম, তাঁদের সকলকে অপসারিত করব।’


কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এই বিষয়ে পদক্ষেপ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। অবশেষে জানিয়েই দেওয়া হল, ২১ জানুয়ারি থেকে এই ভিসা নীতি কার্যকর হবে অনির্দিষ্টকালের জন্য।