আজকাল ওয়েবডেস্ক: উত্তেজনা চরমে। ভারতীয় সময় মঙ্গলবার সন্ধে, স্থানীয় সময় সকাল ৫টায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু হবে আমেরিকায়। ডেমোক্র্যাটের কমলা হ্যারিস, রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প  মুখোমুখি। এই নির্বাচন নিয়ে হিসেব আছে অনেক, রয়েছে রাজনীতির হাজারো মারপ্যাঁচ। রেড স্টেট, ব্লু স্টেটের বাইরে চিন্তা যেমন বাড়াচ্ছে সুইং স্টেট বা অনিশ্চিত প্রদেশগুলি, তেমনই ভাবনা বাড়াচ্ছে রিপাবলিকানের ভেতরেই ট্রাম্প বিরোধীতা। সেখানকার কোনও সংবাদমাধ্যম বলছে, এবারের ভোটে অনিশ্চিত প্রদেশগুলি থেকে এগিয়ে যেতে পারেন ট্রাম্প, আবার কোনও সংবাদ মাধ্যম জানাচ্ছে জনপ্রিয়তার নিরিখে ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিসই। 

এই পরিস্থিতিতে ভোটের মুখে ভাইরাল ভবিষ্যৎবাণী। কে করেছে এই ভবিষ্যৎবাণী? কীই বা বলা হয়েছে তাতে? থাইল্যান্ডের ভাইরাল জলহস্তি শাবক মু ডেং মার্কিন মুলুকের ভোট নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছে। তার মতে, এবার জিতে মার্কিন মুলুকের গদিতে ফের আসছেন ট্রাম্পই।

 থাইল্যান্ডের খাই খেও চিড়িয়াখানায় মু ডেং-এর দিকে দুটি ফল এগিয়ে দেওয়া হয়েছিল। নজর ছিল, কার নাম লেখা তরমুজের প্রতি আগ্রহ প্রকাশ করে সে। দুটিতেই স্থানীয় ভাষায় লেখা ছিল কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের নাম। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে মু ডেং দুটি তরমুজের মধ্যে ট্রাম্পের নাম লেখা তরমুজই বেছে নিয়েছে।