আজকাল ওয়েবডেস্ক: ওয়ার্ক পারমিট রিনিউ হবে না। যার ফলে আরও কঠিন হল আমেরিকায় থাকা। মার্কিন মুলুকে কর্মরত অভিবাসীদের এবার থেকে সে দেশে কাজ করার জন্য প্রয়োজনীয় তথ্য (ওয়ার্ক পারমিট ডকুমেন্ট) স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হবে না! এমনই জানিয়েছে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তর (হোমল্যান্ড সিকিউরিটি)। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বেন হাজার হাজার কর্মীরা, যারা নিজেদের দেশ ছেড়ে আমেরিকায় চাকরি করছেন। বিশেষ করে ভারতীয়রা। কারণ আমেরিকায় বিদেশি কর্মীদের মধ্যে একটা বড় অংশই ভারতীয়।
 
 বুধবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তরফে ঘোষণা করা হয়েছে, যে অভিবাসীরা ৩০ অক্টোবর বা তার পরে এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্ট (ইএডি) রিনিউ করার জন্য ফাইল করবেন, তাদের আর অটোমেটিক এক্সটেনশন দেওয়া হবে না। বৃহস্পতিবার থেকেই আমেরিকায় কর্মরত অভিবাসীদের জন্য এই নয়া নিয়ম কার্যকর হবে।
 
 নতুন নিয়মে স্ক্রিনিংয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। জনগণের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। 
 
 ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আমেরিকায় থাকা মানুষদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা–এই দুই রক্ষার জন্য যাচাই–বাছাইকে অগ্রাধিকার দিতেই অভিবাসীদের জন্য নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।  
আরও পড়ুন: ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে আমেরিকা! রাশিয়াকে ‘ভয়’ দেখাতেই নির্দেশ ট্রাম্পের?
 
 প্রসঙ্গত, বাইডেন প্রশাসন নিয়ম এনেছিল যে আমেরিকায় কাজ করতে আসা অভিবাসীরা তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলেও থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন যদি তারা এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্ট রিনিউয়ের আবেদন করেন সময়মতো।
 
 তবে ট্রাম্প প্রশাসন আর সেই সুযোগ দিতে চায় না। এবার থেকে বিদেশি কর্মীদের এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্ট অটোমেটিক রিনিউ হয়ে যাবে না।
 
 ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ‘ওয়ার্ক পারমিট’ এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণের জন্য আবেদন করুন। প্রশাসন যাতে সংশ্লিষ্ট ওই অভিবাসী কর্মীর যাবতীয় তথ্য যাচাই করতে পারে, তার সময় দেওয়ার প্রয়োজন। যত দেরিতে আবেদন করা হবে, তত সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বিদেশিরা। এমনটাই জানানো হয়েছে। 
