আজকাল ওয়েবডেস্ক: নিজের সমরাস্ত্রের দম দেখিয়েছে ইউক্রেন। এক সপ্তাহ আগেই ইউক্রেনের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রুশ বাহিনী। সেই হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে জেলেনস্কির দেশ-ও। রবিবার রাশিয়ার একাধিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার দরুন ৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন (এসবিইউ)। ধ্বংস হয়ে যাওয়া রুশ বিমানের মধ্যে রয়েছে Tu-95 এবং Tu-22 এর মতো কৌশলগত বোমারু বিমান এবং A-50 রাডার সনাক্তকরণ এবং কমান্ড বিমানও। কিন্তু কীভাবে আঁটোসাঁটো নজর এড়িয়ে রুশ আকাশপথে ঢুকল ইউক্রেনের ড্রোনগুলি?
ইউক্রেনের রুশ বিরোধী এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'স্পাইডার ওয়েব'। যার বাংলা তর্জমা মাকড়সার জাল। স্পাইডার ওয়েব অভিযানে ইউক্রেনীয় ১১৭টি ড্রোন রাশিয়ার মধ্যে প্রায় ৫০০ থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায়। ওই হামলার বেশ কিছু ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেগুলিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা। জানা গিয়েছে, এই ড্রোনগুলি ট্রাকের মাধ্যমে সীমান্ত পেরিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করানো হয়েছিল। পরে রিমোর্ট কন্ট্রোল দিয়ে সেই ট্রাক বাহিত ড্রোনগুলি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।
Ukrainian "Pavutyna" (spider net) operation is today's attack launched simultaneously on four russia's strategic aviation airbases has reportedly destroyed 40 (forty) strategic bombers on 4 (four) airbases: Belaya (4700 km from Ukraine), Dyagilevo (700 km), Olenya (2000 km),… pic.twitter.com/AYr5g7Xr7L
— Sergej Sumlenny, LL.M (@sumlenny)Tweet by @sumlenny
মস্কো নিশ্চিত করেছে যে, মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলে অবস্থিত তাদের পাঁচটি বিমানঘাঁটিতে ড্রোন ব্যবহার করে ইউক্রেন আক্রমণ চালিয়েছে।
জানা গিয়েছে, ট্রাকের মধ্যে একাধিক কাঠের বাক্সে ড্রোনগুলিকে রাখা হয়েছিল। আর ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়েছিল ধাতব প্লেট। আক্রমণের সময়, দূর থেকে খোলা হয়েছিল ওই ঢাকনাগুলি, যাতে ড্রোনগুলি তাদের স্বল্প-দূরত্বের লক্ষ্যবস্তুর দিকে উড়তে পারে। মূলত রাশিয়ার পাঁচরটি বিমানঘাঁটির কাছে পাঠানো হয়েছিল ওই ট্রাকগুলি। সেখান থেকেই বাকি পরিকল্পনা করা হয়। এই হামলার পর রাশিয়া মেনে নিয়েছে যে, রাশিয়ার মধ্যে ড্রোন ঢুকিয়ে হামলা চালানো হয়েছে।
এই হামলার ফলে রাশিয়ার ৭ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলছে। এর মধ্যে রাশিয়া বাড়ে বাড়ে আগ্রাসন দেখিয়েছে। ইউক্রেনে বহুবার ড্রোন নিক্ষেপ করেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এত পরিকল্পনামাফিক হামলা এই প্রথম। এটাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের 'মোস্ট লং রেঞ্জড অপারেশন'। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, প্রায় দেড় বছর ধরে এই হামলার ছক কষে হয়েছিল।
