আজকাল ওয়েবডেস্ক: সন্তানের কীর্তিতে হতবাক হয়ে গিয়েছেন এক মহিলা। তাঁর বাবার অস্থি বাড়িতে রাখা ছিল একটি স্থানে। তাঁর ছেলে সেই অস্থি খুঁজে বার করে ফেলে। এর পরেই সেই ছাই খেয়ে নেয়। ছেলের কীর্তিতে আঁতকে উঠেছেন ওই মহিলা। ঘটনাটির ভিডিও তিনি শেয়ার করেছেন সমাজমাধ্যমে।
একটি ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি মেল-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের বাসিন্দা নাতাশা এমেনি নিজের ছেলেকে ঘরের মধ্যে রেখে দিয়ে বাইরে জামাকাপড় তুলতে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান, তাঁর এক বছরে ছেলে তাঁর বাবার অস্থি মেখে ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে। এমনকী খাচ্ছেও। এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন নাতাশা। একনাগাড়ে চিৎকার করতে থাকেন, 'বাবাকে খেয়ে ফেলল। বাবাকে খেয়ে ফেলল।'
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Fratshows (@fratshows)
নাতাশা দাবি করেছেন, যে পাত্রে অস্থি রাখা ছিল সেটি তাঁর ছেলের নাগালের অনেকটা বাইরে ছিল। একটি শেল্ফের উপরের তাকে রাখা ছিল। কিন্তু তাঁর ছেলে কোনওভাবে সেটির নাগাল পেয়ে যায়। তারপরেই এই কীর্তি। ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন নাতাশা। অনেকেই সেই ভিডিও দেখে ভেবেছেন এপ্রিল ফুলের প্র্যাঙ্ক করছেন তিনি। একজন লিখেছেন, ''এভাবেই হয়তো পুনর্জন্ম হয়।'' সাংবাদিকদের নাতাশা জানিয়েছেন, এই কীর্তির পরেও সুস্থই আছে তাঁর ছেলে।