আজকাল ওয়েবডেস্ক: প্রেমে হাবুডুবু খেয়েই যুবককে মনে হয়েছিল মনের মানুষ। তাই একবারেই বিয়েতে রাজি হয়েছিলেন। এদিকে বিয়ের ঠিক আগে হবু বরের কেচ্ছা, কেলেঙ্কারি জানতে পারলেন তরুণী। এত বড় সত্যি জানতে পেরেই, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। এরপরই করলেন কড়া পদক্ষেপ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ২৭ বছরের তরুণী মেগান ক্লার্কের সঙ্গে একটি পানশালায় পরিচয় হয়েছিল লর্ড বার্টির। কয়েক মাস মেলামেশার পরেই বিয়েতে রাজি হন দু'জনে। তখন থেকেই তাঁরা একসঙ্গে বিলাসবহুল একটি বাড়িতে থাকতে শুরু করেন। আগের চাকরি ছেড়ে যৌথভাবে একটি কোম্পানিতে চাকরি করতে শুরু করেন। বিয়ের দিন যত এগিয়ে আসে, ততই ঘটতে থাকে সন্দেহজনক একাধিক ঘটনা।
মেগান দেখতে পান, তাঁদের বাড়ির ঠিকানায় প্রচুর চিঠি আসছে। বার্টিকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন, চিঠিগুলো বাড়ির আগের মালিকের। বার্টির অবর্তমানে একদিন চিঠিগুলো খতিয়ে দেখেন মেগান। সেদিনই বার্টির ব্যাগ থেকে একগুচ্ছ ক্রেডিট কার্ড দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে জানতে পারেন, বার্টি বিরাট জালিয়াতির সঙ্গে জড়িত। বিভিন্ন জায়গা থেকে ক্রেডিট কার্ড চুরি করে প্রতারণা করেন।
মেগান আরও জানতে পারেন, তাঁর নামে আরও একগুচ্ছ ক্রেডিট কার্ড বানিয়ে ৩৩ লক্ষ টাকা ঋণ নিয়েছেন বার্টি। এরপরই পুলিশকে জানান মেগান। সেই সময়েই বার্টিকে গ্রেপ্তার করে পুলিশ। পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। কিন্তু জেলবন্দি হওয়ার আগেই বার্টি পালিয়ে যান।
