আজকাল ওয়েবডেস্ক: যদি ব্রিটেনে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান। ২০২৫ সাল থেকে নতুন নিয়ম চালু হয়ে গেল। এতদিন পর্যন্ত যেসব পড়ুয়ারা সেখানে গিয়ে পড়াশোনা করতেন তাদের এবার থেকে পকেটের টাকা একটু বেশি খসবে। তাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা আগে থেকেই জমা করে রাখুন।

 

 

ইউনির্ভার্সিটি অফ লন্ডনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এবার থেকে ১৩,৩৪৭ টাকা তাদের মুদ্রায় নেবে। এতদিন পর্যন্ত এই টাকার পরিমান ছিল ১২.০০৬ টাকা তাদের মুদ্রা অনুসারে। জানুয়ারি মাস থেকেই এই টাকা দিতে হবে সেখানকার পড়ুয়াদের। সেখানে গিয়ে পড়া শেষ করার আগে এই টাকা যদি ব্যাঙ্কে থাকে তাহলেই সেই পড়ুয়া সেখানে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

 

 

ব্রিটেনে গিয়ে পড়ার খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। আর যারা মনে করছেন লন্ডনের বাইরে গিয়ে পড়াশোনা করবেন তাদেরকে ১০,২২৪ টাকা তাদের মুদ্রা অনুসারে খরচ করতে হবে। এটা এতদিন ধরে ৯,২০৭ টাকা তাদের মুদ্রা অনুসারে ছিল। হিসাব করলে দেখা যায় মোট ১১.০৫ শতাংশ টাকা বাড়ানো হল। ব্রিটিশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট জানিয়েছে ২ জানুয়ারি থেকে এই ব্যবস্থা কার্যকর হয়ে যাবে।

 

প্রতি বছরই প্রচুর ভারতীয় পড়ুয়া থাকেন যারা ব্রিটেনে গিয়ে পড়াশোনা করেন। তাদের সকলের খরচ এবার একধাক্কায় বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেদেশ থেকে স্কলারশিপের খরচ বাড়ার ফলেই এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে বলেই জানানো হয়েছে। সেখানে টিউশন ফি আগের থেকে বর্তমানে অনেকটাই বেড়েছে। ফলে এই টাকা এবার থেকে বাড়তি গুনতে হবে সকলকে।