আজকাল: নিজের চুরি যাওয়া গাড়ি কিনে ফেললেন নিজেই! তাও আবার ২০০০০ ইউরোতে। ভারতীয় মুদ্রায় যা ২২ লক্ষ। কিন্তু পুরনো গাড়ি কিনতে কেন তিনি এত ব্যয় করতে  গেলেন?জেনে নিন নেপথ্যে রয়েছে কোন কাহিনী? 

ওই ব্যক্তি ইংল্যান্ডের বাসিন্দা। তাঁর ব্যক্তিগত গাড়ি চুরি যাওয়ার পর থেকেই তিনি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে শুরু করছিলেন। কিছুদিন পর আগের গাড়ির মতো  একই রকম মডেলের গাড়ি খুঁজে পান তিনি। 

এরপরেই ওই ব্যক্তি গাড়ির আউটলেটের মালিকের  সঙ্গে কথা বলেন, সেইসময় তিনি জানান, পুরোনো গাড়িটি হারিয়ে যাওয়ায় বেশকিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাঁকে। এইকারণেই তিনি  অবিলম্বে নতুন গাড়ি কিনতে চান। বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন এটি আসলে তারই গাড়ি। যা নিখোঁজ হয়ে যায়। কারণ গাড়িতে এমন কিছু রাখা ছিল, যা একমাত্র তাঁর গাড়িতেই থাকা সম্ভব। এতেই সন্দেহ জাগে তাঁর মনে। 

তারপরেই ওই ব্যক্তি বুঝতে পারেন যে,নিজের হারিয়ে যাওয়া  গাড়ি কিনে লাভবান হননি  তিনি। উল্টে ঠকে গিয়েছেন তিনি।