আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়ির বাগানেই মিলল আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের হদিশ। কুয়োয় নেমেই উদ্ধার হল কয়েক দশক আগেকার বাঙ্কার। ব্রিটেনের এক কন্টেন্ট ক্রিয়েটার এখন খোঁজ চালাচ্ছেন গুপ্তধনের। তবে বিষয়টি আর লুকিয়ে রাখেননি। আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের হদিশ মিলতেই সমাজমাধ্যমে তা শেয়ার করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডেভ বিলিংস নামের ব্রিটেনের ওই যুবক ২০২৩ সাল থেকেই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের খোঁজ চালাচ্ছেন। ইতিমধ্যেই কুয়োর নীচে ৪০ ফুট লম্বা টানেল বানানোর কাজ শুরু করেছেন ডেভ। যে টানেল দিয়ে বাড়ি থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে বাঙ্কারে। কুয়োর নীচে যে বাঙ্কারটি তিনি উদ্ধার করেছেন, তাও কয়েক দশক আগেকার।
ডেভ জানিয়েছেন, বাঙ্কারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের। অর্থাৎ তিনি বর্তমানে যেখানে থাকেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে মাটির নীচে বাঙ্কারে আশ্রয় নিতেন সাধারণ মানুষ। বাঙ্কারের হদিশ পাওয়া গেলেও, এখনও কোনও গুপ্তধনের সন্ধান মেলেনি। যুবকের আশা, আরও খোঁজ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একাধিক জিনিস সেখান থেকে উদ্ধার করতে পারবেন।
ডেভ জানিয়েছেন, কুয়োয় কাঠের সিঁড়ি বানিয়েছেন। অক্সিজেন ছাড়াই ভূগর্ভস্থ দুনিয়ায় আসা-যাওয়া করছেন। কুয়োর নীচে আলো জ্বেলে টানেল বানানোর কাজ চলছে। ইউটিউবে সেই ভিডিও শেয়ার করেছেন ডেভ। যা দেখে অবাক নেটিজেনরাও। ডেভের সাহসের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
